শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে
প্রচ্ছদ » জাতীয় » বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে
২ বার পঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে

---

নিজস্ব প্রতিবেদক

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান শনিবার (১৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতের ফেসবুক পেজে জানানো হয়েছে, আখতারুজ্জামান দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি আনুগত্য বজায় রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। জামায়াতের আমির শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দীর্ঘ নেক হায়াত কামনা করেছেন।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন।






আর্কাইভ