শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি বারভিডা’র
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি বারভিডা’র
১০ বার পঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি বারভিডা’র

ডেস্ক রিপোর্ট

---

অটোমোবাইল শিল্পে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানায় সংগঠনের সদস্যরা।

এসময়, বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশের সার্বিক গাড়ি আমদানি বাণিজ্য এবং সরকারের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার আলোকে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি বারভিডা নেতৃবৃন্দ রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে স্থানীয় বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পসমূহে বিনিয়োগ এবং সরকারকে প্রদত্ত রাজস্ব কাঠামোর প্রেক্ষিতে দেশের আর্থ—সামাজিক প্রেক্ষাপটে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের অবদান তুলে ধরেন।

সভায় বারভিডা প্রেসিডেন্ট তার বক্তব্যে উল্লেখ করেন যে, বারভিডা একটি সমাজ তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবহন খাতে গত ৪ দশক ধরে সবার্ধুনিক প্রযুক্তির মানসম্পন্ন যানবাহন সরবরাহ করে দেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বারভিডা আমদানিকৃত গাড়িগুলো জাপানের অভ্যন্তরীণ মডেলের, যা দেশের সিংহভাগ জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের চাহিদা ও প্রয়োজন মিটিয়ে মানসম্পন্ন সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে। বারভিডা প্রেসিডেন্ট বলেন যে, রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ব্যবসা একটি ‘সোশ্যাল বিজনেস’, শুধুমাত্র মুনাফাকারী ব্যবসা নয়।

বারভিডা প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন কতৃর্ক বিভিন্ন দেশের পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যের হিসাব—নিকাশ বদলে গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হচ্ছে। বিনিয়োগ—শিল্প স্থানান্তরিত হচ্ছে। বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব বলয় এবং দেশটির বিভিন্নমূখী উৎপাদন ক্ষমতা লক্ষণীয়ভাবে বিস্তৃত হওয়ায় ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। এ অবস্থায় বাংলাদেশকে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে ভূকৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

জনাব আবদুল হক বলেন, ‘বিভিন্নধর্মী গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্য দিয়ে বিশ্বে মোটরগাড়ি নিমার্ণ এবং বিপণন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। বিশ্বের মার্সিডিজ, বিএমডব্লিউ ইত্যাদি নামকরা গাড়ির বিক্রি কমে যাচ্ছে। ক্রেতাদের সামর্থ্য, পছন্দ ও চাহিদা পরিবর্তিত হচ্ছে। আবার বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ ফসিল ফুয়েল ও হাইব্রিড গাড়ি থেকে ক্রমান্বয়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সরকারও দেশে বৈদ্যুতিক গাড়ি শিল্প প্রসারে ‘ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে। বৈদ্যুতিক গাড়ি শিল্পে তুলনামূলক অনেক কম শুল্ক—কর ধার্য্য করায় বারভিডা আমদানিকৃত হাইব্রিড গাড়ির সাথে প্রতিযোগিতায় পড়তে হবে।’ এ অবস্থায়, রিকন্ডিশন্ড গাড়ি আমদানি বাণিজ্যে স্থানীয় বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থান, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পসমূহে বিনিয়োগ এবং সরকারের রাজস্ব কাঠামোয় রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের সার্বিক অবদানের প্রেক্ষিতে তিনি ভারসাম্য রক্ষা করে দেশের অটোমোবাইল শিল্পের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানান।

বারভিডা প্রেসিডেন্ট আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনে আধুনিক ও যুগোপযোগী জ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞ নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান তার উপস্থাপিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে সংগঠনের গত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ তুলে ধরেন। সংগঠনের ট্রেজারার বারভিডার গত ১ বছরের আয়—ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এ ছাড়া সভায় বারভিডার আগামী অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন করা হয় এবং আগামী অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।

সাধারণ সভার উন্মুক্ত আলোচনা পর্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দ দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাত এবং সংগঠনের স্বার্থ—সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন। বারভিডাকে আরো গতিশীল, কার্যকর এবং যুগোপযোগী একটি বাণিজ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সবার্ত্মক সহযোগিতা ও সমর্থন দেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বারভিডা প্রেসিডেন্ট জনাব আবদুল হক। এছাড়া সভায় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্টবৃন্দ, প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






আর্কাইভ