বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করেছে নাসির কমিশন
তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করেছে নাসির কমিশন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনি তফসিল ঘোষণার প্রহর গুনছে দেশ। আগারগাঁও নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, আর বঙ্গভবনে আজ ছিল নির্বাচন কমিশনের ব্যস্ততা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু হয়, যা শেষ হয় দুপুর ২টায়। তবে সাক্ষাৎ শেষে কমিশনের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সকাল ১১টা থেকেই বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও কাউকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। এরপর সিইসি বিটিভি-বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় বুধবার বিকালে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।
এদিন সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা চোখে পড়ার মতো জোরদার করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটের দিনসহ সব সূচি তফসিলে উল্লেখ থাকবে। গণভোটের জন্য শুধু ভোটের তারিখ ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন কমিশন সদস্যরা। আর বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকালে ভাষণ রেকর্ডের প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যায় বা বৃহস্পতিবারের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অন্য সদস্যরা হলেন—নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। কমিশন সচিব হিসেবে দায়িত্বে আছেন আখতার আহমেদ।
নির্বাচনী সূত্র বলছে, “ভোটের ট্রেন এখন প্লাটফর্মে দাঁড়িয়ে—শুধু হুইসেলের অপেক্ষা।” তফসিল ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা। এখন সবার চোখ নির্বাচন কমিশনের দিকে।
উল্লেখযোগ্য হলো, এবারই প্রথমবারের মতো একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে এবং তৃতীয় গণভোটেও নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা অংশ নিতে পারবেন।





রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি
তফসিল ঘোষণা কাল
বিচারিক ক্ষমতা পেল নির্বাচনি অনুসন্ধান কমিটি
চ্যালেঞ্জ নিয়েই তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি
নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি
৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে
তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা 
