বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণা বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি কার্যালয়ের উপ সচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ (অব.) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আরও বলা হয়, সাক্ষাৎকালে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।





তফসিল ঘোষণা কাল
তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করেছে নাসির কমিশন
বিচারিক ক্ষমতা পেল নির্বাচনি অনুসন্ধান কমিটি
চ্যালেঞ্জ নিয়েই তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি
নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি
৫ বছর পর চশমা প্রতীকেই নিবন্ধন ফিরে পেলো জাগপা
প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে
তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা 
