রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » শেষ হলো আর্কা ফ্যাশন উইক ২০২৫
শেষ হলো আর্কা ফ্যাশন উইক ২০২৫
লাইফস্টাইল ডেস্ক
![]()
শেষ হলো দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, স্থানীয় ঐতিহ্য এবং কারুশিল্পকে একত্র করে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইক। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এ আয়োজন শুরু হয়েছিলো গত ৫ ডিসেম্বর। উৎসব চলেছে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ।
প্রতিবারের মতো এবারও ভেন্যুকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, ডিজাইন ল্যাব, মার্কেটপ্লেস এবং ফুড জোন। মূল গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বাইরের মার্কেটপ্লেস, যা কাচের ছাদ দেওয়া গ্রিনহাউসে সজ্জিত। মূল হলে সাজানো হয়েছে ফ্যাশন শো এবং কনসার্টের আয়োজন, আর এর দোতলায় রয়েছে নানা ধরনের খাবারের স্টল, যা ফুড জোনের প্রাণবন্ত পরিবেশ উপস্থাপন করছে।
জামদানির ঐতিহ্যে ভরা আয়োজন
এবারের আর্কা ফ্যাশন উইক পুরো আয়োজন সাজানো হয়েছে বাংলাদেশের ঐতিহ্য জামদানিকে কেন্দ্র করে। ভেন্যুর প্রতিটি কোণজুড়ে ফুটে উঠেছে জামদানির বিভিন্ন মোটিফ, গল্প এবং কারুশিল্পের নকশার ছাপ। এছাড়া ব্র্যান্ডিং, ভিজ্যুয়াল আইডেনটিটি এবং ভেন্যুর সজ্জা সব জায়গাতেই প্রতিফলিত হয়েছে জামদানির ইতিহাস এবং নান্দনিকতা। স্টুডেন্ট রানওয়ে থেকে শুরু করে মূল শো পর্যন্ত, প্রতিটি মুহূর্তে ধরা দিয়েছে ঐতিহ্যের অপরূপ সৌন্দর্য এবং তরুণ সৃজনশীলতার ছোঁয়া।
তরুণ সৃজনশীলতার ঝলক প্রথম দিনে
এ আয়োজনের মূল আকর্ষণ ফ্যাশন শো, যেখানকার রানওয়েতে শীর্ষ ডিজাইনার ও ব্র্যান্ডের কালেকশন দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথম দিনের থিম ছিল ‘মডার্ন’। আধুনিকতার ছোঁয়ায় সাজানো এই রানওয়েতে অংশ নিয়েছে পৌষ, কাঁঠাল, ডানিয়া, রানাউ, গ্রীষ্ম, রয়েল বাংলাসহ বেশ কয়েকটি ব্র্যান্ড।
ফ্ল্যাশ রানওয়ে: দর্শক ও অতিথিদের মধ্যেই মডেল নির্বাচনের চমক
এ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফ্ল্যাশ রানওয়ে। এই ফ্যাশন উৎসবে মডার্ন থিমের লুক অনুযায়ী মডেল নির্বাচন করা হয় আগত দর্শক ও অতিথিদের মধ্য থেকেই।
তরুণ সৃজনশীলতার ঝলক প্রথম দিনে
ফ্যাশন রানওয়ে প্রতিদিন থিম অনুযায়ী চলবে। অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন ফ্যাশনপ্রেমীরা। এছাড়া আর্কার ইনস্টাগ্রামে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ফ্ল্যাশ রানওয়ের সেরা মডেল।
ফুড জোন ও সন্ধ্যার কনসার্ট: আর্কা ফ্যাশনের স্বাদ ও সুর
দোতলায় সাজানো হয়েছে ফুডকোর্ট, যেখানে রয়েছে ওয়াফল আপ, অ্যারাবিকা, জাস্ট জুস, কড়া ফ্রাই, শর্মা দামাস্কো, টেকআউট, চোখ, গ্র্যাব আ র্যাপসহ অনেক ব্র্যান্ড। ওয়াফল, কুকিজ, ডেজার্ট, শর্মা, পিৎজা, মানচিজ, মাচাকফি, জুস সব ধরণের সুস্বাদু খাবারের আয়োজন ভিড়কে আকর্ষণ করছে।
টানা তিন দিন রাতে অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যার কনসার্ট, যা দর্শকরা সুলভ মূল্যে টিকিট কেটে উপভোগ করতে পারবেন। নিজের পছন্দের সুর ও পরিবেশের সঙ্গে মিলিয়ে এটি হবে ফ্যাশন উইকের আরেকটি হাইলাইট।





অবরোধের পাঁচ ঘণ্টা পর আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা
রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
বাড়তি মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দামেও উর্ধ্বগতি: বিবিএস
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান
তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান 
