শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
৪ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা

---

নিজস্ব প্রতিবেদক

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচিসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি

সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটির কার্যপরিধিভুক্ত ১৫টি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা মাসিক ৫ হাজার টাকা বাড়ানো হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের মাসিক সম্মানিভাতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভিজিএফ কার্যক্রমকেও কমিটির কার্যপরিধির আওতায় আনা হয়েছে।

জেলে ও বয়স্ক ভাতা

ভিজিএফ কর্মসূচিতে নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে অন্তর্ভুক্ত করে মোট উপকারভোগীর সংখ্যা ১৫ লাখে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বয়স্ক ভাতা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হয়েছে। এর মধ্যে ৫৯ লাখ ৯৫ হাজার জন মাসিক ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব ২ লাখ ৫ হাজার ব্যক্তি মাসিক ১ হাজার টাকা ভাতা পাবেন।

বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা

বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের মধ্যে ২৮ লাখ ৭৫ হাজার জন মাসিক ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব ২৫ হাজার নারী মাসিক ১ হাজার টাকা ভাতা পাবেন।

প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিতে ৩৫ লাখ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১ হাজার টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক থেকে উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০, ১,০০০, ১,১০০ ও ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে নতুন করে ৭ হাজার জন অন্তর্ভুক্ত হয়ে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৮৯ জনে। এ কর্মসূচিতে মাসিক ভাতা ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তিতে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার ৩৩৮ জন করা হয়েছে।

চিকিৎসা সহায়তা ও মা-শিশু কর্মসূচি

ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তায় উপকারভোগীর সংখ্যা ৫ হাজার বাড়িয়ে ৬৫ হাজার করা হয়েছে। এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার বাড়িয়ে ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি মা মাসিক ৮৫০ টাকা ভাতা পাবেন।

খাদ্যবান্ধব কর্মসূচি

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। এসব পরিবার বছরে ৬ মাস প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য ১৫ টাকা কেজি দরে পাবে।

 

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে শুধু সরকার নয় দায় এড়াতে পারে না: প্রেস সচিব সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে শুধু সরকার নয় দায় এড়াতে পারে না: প্রেস সচিব
নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
চানখারপুলে ছয় হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড চানখারপুলে ছয় হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’: জুয়েল হাসান সাদ্দাম ‘ভালো বাপ, ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস’: জুয়েল হাসান সাদ্দাম
সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু
মৃত মাকে নিয়ে কারাগার গেটে বাবার সঙ্গে ৯ মাসের মৃত শিশুর প্রথম ও শেষ দেখা মৃত মাকে নিয়ে কারাগার গেটে বাবার সঙ্গে ৯ মাসের মৃত শিশুর প্রথম ও শেষ দেখা
নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি নির্বাচন-শবেবরাত ঘিরে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

আর্কাইভ