শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বারভিডার স্মরণ সভা ও দোয়া
প্রচ্ছদ » অর্থনীতি » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বারভিডার স্মরণ সভা ও দোয়া
৭ বার পঠিত
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বারভিডার স্মরণ সভা ও দোয়া

---

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বারভিডা কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বারভিডা প্রেসিডেন্ট আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা দিয়ে তিনি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সভায় আরও বক্তব্য দেন বারভিডার প্রাক্তন প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি গ্রহণ করেছিলেন, যার ফলে দেশের ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা শ্রেণি উপকৃত হয়েছে। বিশেষ করে আমদানি ও বেসরকারি খাতকে উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর সরকার বাস্তবধর্মী সিদ্ধান্ত নিয়েছিল।

প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও মাহবুবুল হক চৌধুরী বাবর তাঁদের বক্তব্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়াকে একজন আপসহীন গণতান্ত্রিক নেত্রী হিসেবে ইতিহাস স্মরণ করবে। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বারভিডার ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট-২ ডা. হাবিবুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহমেদ, ট্রেজারার মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আবদুল আউয়াল এবং কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংগঠনের কার্যনির্বাহী সদস্য এ.বি. সিদ্দিক (আবু), মোহাম্মদ আনিসুর রহমান, মো. আকতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোর্সেদ (সোহেল), আহসানুর রহমান আরজু, পুনম শারমিন ঝিলমিল, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল ও কে.এম. শফিউল্লাহ (রনি)সহ বারভিডার অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 



বিষয়: #



আর্কাইভ