শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » হলফনামা: কোটিপতি প্রার্থী জামায়াতের আমির
হলফনামা: কোটিপতি প্রার্থী জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ অর্থ, শেয়ার, কৃষিজমি ও ডুপ্লেক্স বাড়ি ও স্বর্ণালঙ্কারসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একজন কোটিপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সম্প্রতি ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তার হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, হলফনামায় জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
তার নির্বাচনি হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ডা. শফিকুর রহমানের নিজের নামে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। এর ঘোষিত মূল্য ২৭ লাখ টাকা। তার হাতে বর্তমানে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা রয়েছে। পাশাপাশি তার কাছে ১০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, উল্লেখ করা হয়েছে। এছাড়া তার মালিকানায় রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৭১ হাজার টাকা।
পেশা হিসেবে ডা. শফিকুর রহমান নিজেকে চিকিৎসক উল্লেখ করেছেন। পাশাপাশি কৃষিখাত থেকেও তার নিয়মিত আয় রয়েছে। এই খাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার রয়েছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা; ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ২ লাখ টাকার, যানবাহন ৪ লাখ ৫০ হাজার টাকার এবং আসবাবপত্র রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকার।
হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমান কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ঋণ গ্রহণ করেননি। তবে সম্পদের ঘোষণায় কিছু গাণিতিক অমিলও চোখে পড়েছে। এক জায়গায় তার হাতে নগদ অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা, আবার অন্য অংশে ‘বর্তমানে তার কাছে থাকা সম্পদ’ হিসেবে উল্লেখ রয়েছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। বিষয়টি নিয়ে হলফনামার ভিন্ন খাতের হিসাব পদ্ধতি বা সম্পদের শ্রেণিবিন্যাসে পার্থক্য থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডা. শফিকুর রহমান হলফনামায় তার মোট সম্পদের আনুমানিক মূল্য দেখিয়েছেন এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তার পক্ষে মনোনয়নপত্র ও হলফনামা জমা দেন।
নতুন করে নির্বাচনি রাজনীতিতে অংশ নেওয়া জামায়াত আমিরের সম্পদ বিবরণী রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আদর্শিক রাজনীতির দাবিদার একটি দলের শীর্ষ নেতার কোটিপতি হওয়া এবং সম্পদের বিস্তারিত হিসাব— এসব বিষয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে।





৩শ’ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাদ পড়লেন ৭২৩ জন
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
তারেক রহমানের রাজনৈতিক জীবনে ভিন্নচিত্র: হলফনামায় নেই কোনো বাড়ি-গাড়ির হদিস
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ৫১ নিবন্ধিত দল, স্বতন্ত্র ৪৭৮
এনসিপিতে গৃহদাহ: পদত্যাগের হিরিক
বর্তমান ও অতীত সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সমীকরণ
স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি 
