শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন
তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন
![]()
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন করবেন। আজ দুপুর ১২টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের নির্ধারিত নিয়ম অনুযায়ী তারেক রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ নাগরিকদের মতোই তারেক রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা ব্যতিক্রম থাকবে না। কমিশনের নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার পর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় হন। ভোটার হিসেবে নিবন্ধনের মাধ্যমে তিনি দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে তারেক রহমানের ইসিতে উপস্থিতিকে ঘিরে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধন কার্যক্রম চলছে। এ সময় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটার নিবন্ধন নতুন করে আলোচনার সৃষ্টি করছে।
বিষয়: #তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন





একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট: প্রশাসনের কণ্ঠে বাস্তব চ্যালেঞ্জ
ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ
ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
মাঠ প্রশাসনে নির্বাচনি আইনি শাসন নিশ্চিত করুন: সিইসি
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ 
