শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন
৩৭ বার পঠিত
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন

---

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন করবেন। আজ দুপুর ১২টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের নির্ধারিত নিয়ম অনুযায়ী তারেক রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ নাগরিকদের মতোই তারেক রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা ব্যতিক্রম থাকবে না। কমিশনের নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার পর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় হন। ভোটার হিসেবে নিবন্ধনের মাধ্যমে তিনি দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে তারেক রহমানের ইসিতে উপস্থিতিকে ঘিরে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধন কার্যক্রম চলছে। এ সময় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটার নিবন্ধন নতুন করে আলোচনার সৃষ্টি করছে।



বিষয়: #



আর্কাইভ