বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » জনসমুদ্রে পরিণত ঢাকার ৩০০ ফিট এলাকা
জনসমুদ্রে পরিণত ঢাকার ৩০০ ফিট এলাকা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কে অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই। মানুষের ঢল নেমেছে। মঞ্চের সামনে এবং আশপাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় ৩০০ ফিটের সড়ক ও তার আশপাশের এলাকার চিত্রটা এমনই দেখা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের বেশি সময় নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রয়েছেন। বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছেন তিনি। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত হচ্ছে সময় বেলা ১১টা ৫৫ মিনিটে।
পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের মিছিল আসছে, মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতাকর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছে বিভিন্ন সময়ে।
সরেজমিনে দেখা যায়, বসুন্ধরায় তিন‘শ ফুটে সংবর্ধনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিমানবন্দর, পূর্বাচল, পূর্বে বননী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্টে নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছেন।
নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ক্ষুদ্র মিছিল আসছে সাথে রয়েছে ব্যান্ড সংগীতের দল।





রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান
বড়দিনে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
বিমানবন্দর সড়কে গাড়ি নেই, ভোগান্তিতে সাধারন মানুষ
শুভ বড়দিন আজ
বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান
ঢাকায় পৌঁছালেন তারেক রহমান
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: পূর্বাচল ৩০০ ফিটে উৎসবের আমেজ 
