শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
১৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

---

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি জানায়, পুলিশসহ অন্যান্য সংস্থার প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও প্যাট্রল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরে স্বাভাবিকের চেয়ে এদিকে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলেও বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এ সেটা কিছুটা শিথিল ছিল। এ সময় ভিআইপি গেট সংলগ্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ক্রু ছাড়া কেউই ঢুকতে পারছেন না।

এদিকে, টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এ সাধারণ যাত্রীদের চলাচল আছে স্বাভাবিকের মতোই। এ ছাড়া বিমানবন্দর থেকেই তারেক রহমানের গাড়িবহর ঘিরেও রয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় আমদানি করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি।






আর্কাইভ