শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ভোটের মাঠে ইসির সঙ্গে থেকে পুলিশ বাহিনী তাদের সর্বশক্তি ও পূর্ণ সক্ষমতা প্রয়োগ করবে, যাতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও সুন্দরভাবে করতে পারবো। সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এই বিষয়ে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।”

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাস্তব নানা কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় নানা অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সামনে আসন্ন নির্বাচনের জন্য পুলিশ এখন অনেক বেশি প্রস্তুত ও সক্ষম।

আইজিপি আরও বলেন, “সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, রাস্তা ও মহাসড়ক অবরোধ এবং অস্থিরতা সৃষ্টির নানা চেষ্টা আমরা দেখতে পাই। এসব বন্ধ করার সময় এসেছে। আমরা যদি অর্ডার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়াও সম্ভব হবে না।”

কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনি অনুসন্ধান কমিটির বিচারিক ক্ষমতার প্রশংসা করে আইজিপি বলেন, এই কমিটি প্রয়োজনে শুধু পুলিশ নয়, যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই সহায়তা চাইতে পারবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারকে তিনি পুলিশের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






আর্কাইভ