সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি।
ভোটের পরিবেশ আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, আমরা, রাজনৈতিকদলসহ দেশের সকলেই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
তিনি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদোর ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদোর ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথম বারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এ পোস্টাল ব্যালটের নিরাপত্তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হ’য়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বারবে এতে আমরা আরও সন্তুষ্ট হব।
পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা পোস্টাল ব্যালটে বহুধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ছে। যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।





ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ
জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক 
