রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষক সংস্থাগুলোর পক্ষ থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
আজ রবিবার (২১ ডিসেম্বর) ইসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য ১০ দিনের সময় নির্ধারণ করা হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের শেষ দিনেই নতুন করে আরও আট দিন আবেদন গ্রহণের সময় বাড়ানো হলো।
ইসির নির্দেশনা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক— তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন জমা দিতে হবে।
এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ৮১টি।





সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গণমাধ্যমে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে ইসির নির্দেশ 
