মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণ
# গোলাম আযম–নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ শিক্ষার্থীদের
জাবি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। এ উপলক্ষে তারা রাজাকারদের ছবি প্রদর্শনের মাধ্যমে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণ করে এবং ছবিগুলোতে ময়লা-আবর্জনা নিক্ষেপ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক শিক্ষার্থীরা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। অথচ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল—রাজাকার ও আলবদর বাহিনীর সেই ব্যক্তিদের আজও কেউ কেউ ‘নায়ক’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এর প্রতিবাদ জানাতেই বিজয় দিবসের দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর ছবি ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় কয়েকটি ছবিতে প্রতীকী পরিবর্তন আনা হয়।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মুন্তাসির বিল্লাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে রাজাকারদের কোনো স্থান নেই। তাই তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।’ কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বিষয়: #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণ





এখনও সংকটাপন্ন হাদির অবস্থা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিতর্কিত আলপনা
বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
৩৩৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
পুলিশের ওপর জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত নয়: নাহিদ 
