মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » অপরাধ » রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং সশস্ত্র রক্ষী (রিটেইনার) নিয়োগের নীতিমালা জারি করেছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-৪ থেকে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ-সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা-২০২৫’ জারি করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা পাবেন লাইসেন্স?
নীতিমালায় ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর ‘পদপ্রার্থী’ বলতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের কাছে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীকে বোঝানো হয়েছে।
লাইসেন্স পাওয়ার যোগ্যতা
লাইসেন্স পেতে হলে— সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে অথবা জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রয়োজনে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইকৃত নিরাপত্তাঝুঁকি থাকতে হবে, শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে এবং আগ্নেয়াস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। তবে এই নীতিমালার আওতায় ব্যক্তিগত আয়কর প্রদানের শর্ত শিথিলযোগ্য থাকবে।
লাইসেন্সের মেয়াদ
এই নীতিমালার আওতায় ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত। নির্ধারিত সময় শেষে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও আগ্নেয়াস্ত্র নিজের দখলে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিটেইনার নিয়োগের শর্ত
নীতিমালায় বলা হয়েছে— কেবল প্রকৃত নিরাপত্তাঝুঁকি থাকলেই রিটেইনার নিয়োগের অনুমতি দেওয়া হবে, রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ করা যাবে না, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি অস্ত্র কিনতে অনিচ্ছুক বা অসমর্থ হলে বৈধ লাইসেন্সধারী ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে অস্ত্রসহ রিটেইনার হিসেবে নিয়োগ দিতে পারবেন।
রিটেইনারের যোগ্যতা
রিটেইনার হতে হলে— বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স ন্যূনতম ২৫ বছর, অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্সপ্রাপ্ত হতে হবে, আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, সরকারি হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সনদ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন।
বিষয়: ## রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি #প্রার্থী #অস্ত্রের লাই





মা-মেয়ে হত্যা: গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার
মা–মেয়ে খুন: অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে খুঁজছে পুলিশ
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ ফেরত
কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
৫ কোটি টাকার বিনিময়ে প্রধান প্রকৌশলী হলেন আব্দুল আউয়াল
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড
ড্রামে খণ্ডিত লাশ: হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য র্যাব ও পুলিশের 
