শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা

সিইসি ও কমিশনারদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ছবি: ইসি

সাভার প্রতিনিধি

মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের সদস্যরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে সিইসি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন। তবে অনিবার্য কারণে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকতে পারেননি।

---

পুষ্পস্তবক অর্পণের পর সিইসি ও কমিশনাররা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

 



বিষয়: #



আর্কাইভ