মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
সাভার প্রতিনিধি
মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের সদস্যরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে সিইসি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন। তবে অনিবার্য কারণে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকতে পারেননি।
![]()
পুষ্পস্তবক অর্পণের পর সিইসি ও কমিশনাররা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
বিষয়: ## বিজয় দিবসে # সাভারের স্মৃতিসৌধ #সিইসি ও কমিশনারদের শ্





গণভোটের ব্যালটের ‘হ্যাঁ’/‘না’ ঘরের পাশে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে
স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করবে ইসি
‘আইনশৃঙ্খলার অবনতি হয়নি…..হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’ - সিইসি
আইন-শৃঙ্খলা ও আচরণবিধি রক্ষা ইসির প্রধান চ্যালেঞ্জ
হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সিইসির গভীর উদ্বেগ
সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলার শঙ্কায় ইসি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যাচাইয়ে ইসির ১০ কর্মকর্তা নিয়োগ
মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পেলেই ব্যবস্থা: ইসি সানাউল্লাহ 
