সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
সাভার প্রতিনিধি
![]()
আগামীকাল মঙ্গলবার মহান বিজয় দিবস। দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধাসহ লাখ লাখ মানুষ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু ঢাকা পোস্টকে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া বাহারী ফুলের গাছ ও টব দিয়ে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজে গাছের পাতা ও ফুলের আভায় সাজানো হয়েছে। শহীদ বেদী ও গণকবরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। স্মৃতিসৌধের লেক সংস্কার আলোকসজ্জাসহ সকল কাজ সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু ঢাকা পোস্টকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করা হয়েছে। আলোকসজ্জা, লেক সংস্কার, শহীদ বেদী শ্রদ্ধা জানানোর জন্য সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ ও মুক্তিযোদ্ধাসহ লাখ মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের।
এদিকে মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ১৩ ডিসেম্বর থেকে সাদা পোশাক ও পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। চার স্তরে ফোর্স মোতায়েন করা থাকবে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান শেষ না হওয়া জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।





কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও বাংলা ফন্ট ‘জুলাই’ এর উদ্বোধন
সিইসির বক্তব্যে রাজনৈতিক মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
হাদি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফয়সালের স্ত্রীসহ তিনজন রিমান্ডে
শহীদ মিনারে শুরু সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন
কাল চালু হচ্ছে না ‘এনইআইআর’
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল 
