রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ভারতীয় হাইকমিশনারকে ফের তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ভারতীয় হাইকমিশনারকে ফের তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কূটনৈতিক প্রতিবেদক
![]()
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহত উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য তাকে তলব করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে অন্তর্র্বতী সরকার উদ্বিগ্ন। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য ভারত সরকারকে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ করতে এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়, তবে তাদের অবিলম্বে গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করতে ভারতের সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখতে ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে।
এ সময় ভারতের হাইকমিশনার জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে ভারত সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।
প্রসঙ্গত, এনিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে এ নিয়ে অন্তত পাঁচবার তলব করা হলো।





আইন-শৃঙ্খলা ও আচরণবিধি রক্ষা ইসির প্রধান চ্যালেঞ্জ
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩
সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলার শঙ্কায় ইসি
হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি
মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পেলেই ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অভিযোগ যাচাইয়ে ইসির ১০ কর্মকর্তা নিয়োগ
৩০০ আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন
শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিএনপির পাঁচবারের বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে 
