শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির
৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির

নিজস্ব প্রতিবেদক

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল যথাসময়ে ঘোষণায় কোন আপত্তি নেই বলে ইসিকে জানিয়েছে বিএনপির প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলটির পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। উপস্থিত নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

সিইসির সঙ্গে বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘খোদা না করুন অনিবার্য পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। যথাসময়ে তফসিল ঘোষণায় আমাদের কোনো আপত্তি নেই।’ এর ফলে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার সম্ভাব্য বিদেশ যাত্রা এবং সেই প্রেক্ষাপটে তফসিল ঘোষণার সময় পরিবর্তন— রাজনৈতিক অঙ্গনে এরকম নানা জল্পনা-কল্পনার বিপরীতে দলের অবস্থান স্পষ্ট করলো বিএনপি।

ইসির সঙ্গে আলোচনায় দলটির প্রতিনিধিদল জানায়, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার, কিন্তু নির্বাচনি প্রক্রিয়ায় থাকার সিদ্ধান্ত অপরিবর্তিত। দলটির পক্ষ থেকে বলা হয়, নেত্রীর সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং তিনি শিগগিরই বিদেশে যেতে পারেন। এর মধ্যেও নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এবং তারা নির্বাচনি প্রক্রিয়ার বাইরে যেতে চায় না।

বৈঠকে দলটি সবচেয়ে গুরুত্ব দিয়েছে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিতে। সংসদ নির্বাচন এবং গণভোট— দুটি ব্যালট ব্যবহারের কারণে ভোটগ্রহণ দীর্ঘ হওয়ার আশঙ্কা থেকে বিএনপি প্রস্তাব রেখেছে, ভোটের সময়সীমা ১ ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাড়ানোর। একই সঙ্গে প্রতি বুথে ভোটারের সংখ্যা কমানো, মার্কিং প্লেস বাড়ানো এবং প্রয়োজনে ব্যালট বাক্সের সংখ্যা বৃদ্ধির আহ্বান জানানো হয়, যাতে ভোটদানের প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

অন্যদিকে প্রবাসী ভোটার নিবন্ধনের অগ্রগতি নিয়ে বৈঠকে বিএনপির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র এনআইডি রাখা প্রবাসী নাগরিকদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে এ দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, অনেক প্রবাসী বাংলাদেশির ন্যাশনাল আইডি নেই; তবে সবারই পাসপোর্ট রয়েছে। তাই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে পাসপোর্টকেও ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণের জোরালো অনুরোধ জানায় বিএনপি। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র এক লাখ ৭৬ হাজার প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, যা দলটির মতে সন্তোষজনক নয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানায় তারা।

বিএনপি আরও জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো প্রাইভেট প্রেস ব্যবহার করা হলে জালিয়াতি বা অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে— এজন্য তারা শুধু সরকারি প্রিন্টিং প্রেস ব্যবহারের দাবি জানায়। কমিশন তাদের আশ্বস্ত করেছে যে ব্যালট পেপার কোনো বেসরকারি প্রেসে ছাপানো হবে না।

তারেক রহমান নাগরিকত্ব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং প্রয়োজনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কমিশনের কোনো বাধা নেই। দলটি চায়, নির্বাচন যেন সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করে এবং কোনো ভোটার যেন বঞ্চিত না হয়। ইসি জানিয়েছে, বিএনপির প্রস্তাবগুলো তারা আগামী রবিবারের সভায় আলোচনা করবে এবং বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।






আর্কাইভ