শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসি সানাউল্লাহ: এবারের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণের সব রেকর্ড ছাড়াবে
ইসি সানাউল্লাহ: এবারের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণের সব রেকর্ড ছাড়াবে
নিজস্ব প্রতিবেদক
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তার ভাষায়, এই নির্বাচন হবে “গণতন্ত্রের নতুন সূচনা”।
ইসি সানাউল্লাহ বলেন, “এই নির্বাচন একেবারেই ঐতিহাসিক হতে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, যা বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন।”
অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়সসীমা কমানো হলেও, কম বয়সী পর্যবেক্ষকদের অভিজ্ঞতার সীমাবদ্ধতা কাটাতে অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করেন। তাদের পর্যবেক্ষণ— অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জন জরুরি।
অনলাইনে প্রচারণা করলে দল ও প্রার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা যেতে পারে।
নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। সেই লক্ষ্য সামনে রেখে সংস্থাটি সাতস্তর প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বলে কর্মশালায় জানানো হয়।





কেমন গেলো নাসির কমিশনের এক বছর?
সংলাপে ডাক পায়নি জাপা: প্রতিউত্তরে স্পষ্ট ব্যাখ্যা নেই ইসির
ইসির সংলাপেও মাঠপ্রশাসনের ওপর দলগুলোর আস্থাহীনতা
ইসির গণভোট প্রস্তুতি কীভাবে এগুচ্ছে?
চালু হলো ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ
স্বচ্ছ নির্বাচনে রিপোর্টারদের দক্ষতা বাড়াতে এমআরডিআই-আরএফইডি’র মধ্যে চুক্তি সই
সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ
জাতীয় নির্বাচন: বিদেশে বসেই ভোট দেবেন প্রবাসীরা
ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন কাল 