রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসির
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনী পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের অধীনে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কমিটি রয়েছে। তবে মাঠপর্যায়ে এসব কমিটির কার্যক্রম প্রত্যাশিতভাবে দৃশ্যমান না হওয়ায় কমিশন উদ্বেগ প্রকাশ করে।
এর আগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সহিংসতা প্রতিরোধে একাধিক নির্দেশনা দেওয়া হলেও বাস্তবায়নে গতি না থাকায় এবার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাগিদ দেওয়া হয়।
বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বৈঠকটি সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে মাঠপর্যায়ে গঠিত বিভিন্ন সেল ও কমিটি ঠিকভাবে কাজ করছে কি না—তা মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ সদর দপ্তর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন।





সীমানা পুনর্বিন্যাস: আদালত বনাম ইসি
ইসির শুনানি কার্যক্রম: দু’দিনে ১১০ জনের আপিল মঞ্জুর
আগামীকাল সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠক
সীমানা জটিলতায় স্থগিত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন
প্রথম দিন ৫২ জনের আপিল মঞ্জুর
শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ২ ঘণ্টায় ৪০ জনের আপিল
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
পাতানো নির্বাচন এদেশে আর হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: সিইসি
আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ 
