রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসির শুনানি কার্যক্রম: দু’দিনে ১১০ জনের আপিল মঞ্জুর
ইসির শুনানি কার্যক্রম: দু’দিনে ১১০ জনের আপিল মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া ৬৪৫টি আপিলের শুনানিতে প্রথম দুই দিনেই বড় ধরনের পরিবর্তন এসেছে নির্বাচনী মাঠে। দু’দিনের শুনানি শেষে ১১০ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে ইসি। এর মধ্যে প্রথম দিনে ৫২টিএবং দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর হয়। বিপুলসংখ্যক মনোনয়ন তুচ্ছ ও কারিগরি কারণে বাতিল হওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা।
আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এ দিন ৭টি আপিল নামঞ্জুর হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া আগের দিন অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়।
দ্বিতীয় দিনের শুনানিতে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা ফিরে পান। মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, এখনো বিএনপির সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তার ভাষ্য, বিএনপি যেহেতু আগে আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থনের ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে তাদের মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার হওয়াই স্বাভাবিক।
এর আগে শনিবার প্রথম দিনে নিষ্পত্তি হওয়া ৭০টি আবেদনের মধ্যে ৫২টি মঞ্জুর হয়। তাদের মধ্যে ৫১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান এবং একজনের মনোনয়ন বাতিলের আবেদন মঞ্জুর হয়। এদিন ১৫টি আপিল নামঞ্জুর ও তিনটি আবেদন বিবেচনাধীন রাখা হয়। প্রথম দিনের শুনানিতেই ভোটের মাঠে ফেরেন আলোচিত প্রার্থী হামিদুর রহমান আযাদ ও তাসনিম জারা। গেলো দুদিনের শুনানিতে মোট প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১০৯ জনে। আপিল নামঞ্জুর ২২টি, একজনের মনোনয়ন বাতিল এবং ৯টি আবেদন বিবেচনাধীন।
এদিকে জাতীয় পার্টি তুচ্ছ ও কারিগরি কারণে বিপুলসংখ্যক মনোনয়ন বাতিলকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, অতীতে যেসব ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ দেওয়া হতো, এবার তা না করে ব্যাপক হারে মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে অকারণে আপিল করতে বাধ্য হয়েছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ইসির এই আপিল শুনানি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।





সীমানা পুনর্বিন্যাস: আদালত বনাম ইসি
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসির
আগামীকাল সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠক
সীমানা জটিলতায় স্থগিত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন
প্রথম দিন ৫২ জনের আপিল মঞ্জুর
শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ২ ঘণ্টায় ৪০ জনের আপিল
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
পাতানো নির্বাচন এদেশে আর হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: সিইসি
আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ 
