বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » পাতানো নির্বাচন এদেশে আর হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: সিইসি
পাতানো নির্বাচন এদেশে আর হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন (ইসি) সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং ন্যায়বিচারের ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
# সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি
# ইসিকে ভোটের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলার আহ্বান ইইউ’র
সিইসি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব আপিল আসছে, সেগুলো আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। আইন সবার জন্য সমান এবং সবাইকে তা মানতে হবে। তিনি জানান, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা হয়েছে, যা ইতিবাচক দিক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের চতুর্থ দিন পর্যন্ত মোট ২৯৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে সবচেয়ে বেশি আপিল এসেছে ঢাকা ও কুমিল্লা অঞ্চল থেকে। গত ৪ জানুয়ারি বাছাই শেষে ৩০০ আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়। আপিল দায়েরের সময়সীমা ৯ জানুয়ারি পর্যন্ত এবং শুনানি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানি শেষে রায়ের কপি মনিটরে প্রদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানো হবে এবং ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশা প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন আসন্ন ভোটের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা করবে। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ইইউ’র নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পুরো নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তারা একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন। ভোটার নিবন্ধন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ এবং প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য প্রথমবারের মতো অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: যঃঃঢ়ং://ঢ়ৎ.বপং.মড়া.নফ/ এ ক্ষেত্রে অফিসের প্যাডে আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড আবশ্যক। নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করে অনুমোদন পেলে সাংবাদিক ও পর্যবেক্ষকরা ঘরে বসেই কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন। এতে সময় ও ব্যয় দুটোই কমবে বলে আশা করছে কমিশন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী এবারের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।





শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ২ ঘণ্টায় ৪০ জনের আপিল
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
পোস্টাল ব্যালট এবার হতে পারে গেম চেঞ্জার
নির্বাচনি সহিংসতার রিপোর্টের জন্য অ্যাপ তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২য় দিনে ইসিতে আপিল ১২২ জনের, মোট আপিল ১৬৪
প্রথম দিনে ইসির নির্বাচনি আদালতে আপিল ৪২টি
ভোট দেখতে ২৬ দেশ ও ৭ সংস্থাকে আমন্ত্রণ
৩শ’ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাদ পড়লেন ৭২৩ জন 
