শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ার
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ার
২৭ বার পঠিত
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ার

---

ডেস্ক প্রতিবেদন

রাজধানী ঢাকায় বায়ুদূষণ আবারও আশঙ্কাজনক রূপ নিয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৫৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বাদশ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষ প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি, শহর দুটির স্কোর যথাক্রমে ২৩০ ও ২১১। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর, যার স্কোর ১৯৬। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৯৩) ও পাকিস্তানের লাহোর শহর (স্কোর ১৮৩)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮১ থেকে ১৬৬-এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।






আর্কাইভ