শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » শীতে ছিন্নমূল মানুষের পাশে স্বপ্ন
প্রচ্ছদ » জাতীয় » শীতে ছিন্নমূল মানুষের পাশে স্বপ্ন
৩৫ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতে ছিন্নমূল মানুষের পাশে স্বপ্ন

---

# রাত্রিযাপন, খাবার ও মানবিক সহায়তা

# অস্থায়ী আশ্রয় থেকে খোলা আকাশে তাঁবু‑খাট

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ শীতকালে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ হাতে নিয়েছে। দীর্ঘ শীতের রাতগুলো তাদের জন্য ব্যথাদায়ক, বিশেষত যারা বাড়ি‑ঘর হারানো কিংবা তাপাশ্রয়হীন অবস্থায় দিনযাপন করেন। এই শীতাজনিত দুরবস্থার মোকাবিলায় স্বপ্ন অস্থায়ী হলেও কার্যকর ব্যবস্থা করে দিচ্ছে।

সংস্থাটির উদ্যোগে ঢাকার বাইরের বিভিন্ন আউটলেটে রাতে থাকা ও রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অস্থায়ীভাবে শীতের ঠান্ডা থেকে প্রতিরোধে তাবু খাটানো হচ্ছে এবং খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও ছিন্নমূল মানুষের থাকার জন্য কম্বল ও গরম খাবার প্রদান করে তাদের সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

স্বপ্নের এই উদ্যোগ শুধু রাতযাপনের সুবিধা দিয়ে সীমাবদ্ধ নয়; শীতের প্রকৃষ্ট মুহূর্তগুলোতে তারা মানবিক দিকটিকে কেন্দ্র করে সেবা বাড়িয়ে চলেছে। বিভিন্ন আউটলেটের পাশে খোলা জায়গায় তাঁবু নির্মাণ, পর্যাপ্ত কম্বল বিতরণ এবং নিয়মিত খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে শীতকালে আশ্রয়হীন মানুষের শারীরিক নিরাপত্তা ও জীবিকার সহায়তা নিশ্চিত হচ্ছে।

এ ছাড়া স্বপ্নের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তারা বন্যা বা অন্যান্য দুর্যোগে ত্রাণ বিতরণ, তাপপ্রবাহে শরবত ও পানীয় বিতরণ, এবং চাষিদের সহায়তাসহ অন্যান্য উদ্যোগ নিয়েছে, যা প্রতিষ্ঠানটির সমাজকল্যাণ কার্যক্রমকে সুদৃঢ় করছে।

স্বপ্ন শুধু নিজস্ব বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, সামাজিক সহায়তা ও জনবান্ধব দায়িত্বের মাধ্যমে দেশের সমাজ কাঠামোয় একটি মানবিক ব্র্যান্ড ইমেজ তৈরি করছে। শীতে এই সামগ্রিক উদ্যোগটি অসহায় মানুষের জীবনে স্বস্তি ও সুরক্ষা যোগাচ্ছে, যা সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা কুড়াচ্ছে।



বিষয়: #



আর্কাইভ