শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
৫ বার পঠিত
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি

নিজস্ব প্রতিবেদক 

---

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও এদের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি দেওয়া যাবে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়েছে, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আকারে জানাতে হবে।

এর আগে বিকেলে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তি পর বা কোনো আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। এছাড়া ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন বাতিল করা হয়েছে।






আর্কাইভ