শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
৬ বার পঠিত
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

---

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে যে সতর্ক সংকেত চলছিলো তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

জানা যায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুবর্ল হতে পারে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এছাড়া, এই ঘূর্ণিঝড় নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।






আর্কাইভ