শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয়
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয়
৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয়

---

নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীককে তালিকাভুক্ত করার প্রয়োজন মনে করছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কমিশন মনে করছে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা প্রয়োজন নেই। নির্বাচন পরিচালনা বিধিমালায় এ প্রতীকটি নেই, সুতরাং দেয়ার সুযোগও নেই।’ এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক চাহিদা না দেয়, তাহলে নির্বাচন কমিশন নিজ সিদ্ধান্তে একটি প্রতীক নির্ধারণ করবে বলেও জানান সচিব।

আখতার আহমেদ বলেন, ১৯ অক্টোবরের মধ্যে ন্যাশনাল কনসারভেটিভ পার্টি (এনসিপি) শাপলার বিকল্প প্রতীক না দিলে, কমিশন নিজ উদ্যোগে দলটির জন্য অন্য একটি প্রতীক নির্ধারণ করে নিবন্ধন দেবে।

এ সময় গণভোটের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, গণভোট হবে কিনা বা কবে হবে, সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। নির্বাচন কমিশনের ভূমিকা হবে তা বাস্তবায়ন করা। এখনো কমিশনের সামনে এ বিষয়ে কোনও বিষয় উপস্থাপিত হয়নি।

আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সচিব বলেন, ‘নির্বাচনী মালামালসহ অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। আমরা নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।’

এছাড়া তিনি জানান, দেশি পর্যবেক্ষকদের তালিকা যাচাই-বাছাই চলছে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম ইতিমধ্যে ১১টি দেশে চালু রয়েছে। আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে। এই বৈঠকে নির্বাচনী নিরাপত্তা ও সহিংসতা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।

প্রবাসী ভোটারদেও কথা উল্লেখ কওে তিনি আরো বলেন, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ আসছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চের প্রস্তুতি চলছে। এটি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বলে আশা করছে কমিশন।






আর্কাইভ