শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ফের ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
প্রচ্ছদ » জাতীয় » ফের ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

---কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারো ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

তিনি বলেন, ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম। নৌযানটিতে ছয়জন মাঝিমাল্লা ছিলেন। তবে মাঝি আব্দুল হাফেজ বাকি পাঁচজন জেলেদের নাম জানাতে পারেননি।’

এ বিষয়ে ট্রলারমালিক ও জেলেরা বলেন, গত চারদিনে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার হয়েছেন ৩৯ বাংলাদেশি জেলে। আর ৫ আগস্ট থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত ২১ দিনে সাতটি ট্রলার-নৌকাসহ ৪৬ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের কাউকে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু প্রতিদিন আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রেরমুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে।’






আর্কাইভ