শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী
৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসু নির্বাচনে থাকছে সেনাবাহিনী

---ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’

‘গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা’ বলে জানান তিনি।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ডাকসু নির্বাচনের কারণে ৮ ও ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।

অন্যদিকে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচার চালানোর আহ্বানও জানিয়েছেন।






আর্কাইভ