শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএ
ফপি।
এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়।
দেশটির এই মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।
এদিকে, বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।
রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘‘বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’’
উল্লেখ্য, রাশিয়ায় প্রায়ই এই ধরনের বিভিন্ন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।
বিষয়: #বিস্ফোরণ





ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ছয় শতাধিক
ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া: মৃতের সংখ্যা ৯ শতাধিক
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫
জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা
ভারতে সড়ক দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২০
ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, আহত দেড় শত
পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া মত পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের
এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক
বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড 
