শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
প্রচ্ছদ » আইন-আদালত » নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
৪৭ বার পঠিত
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক

---

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) রিটটি দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতাও এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটে দাবি করা হয়, নির্বাচন পরিচালনার জন্য স্বতন্ত্র ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জাতীয় নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা (আরও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হিসেবে নিয়োগ দিতে হবে। একইসঙ্গে এই বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা করা এবং নির্বাচনী দায়িত্ব দেওয়া সংবিধানবিরোধী। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসিরও নিজস্ব ক্যাডার বা লোকবল থাকা জরুরি।

তিনি দাবি করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু অতীতে প্রতিটি জাতীয় নির্বাচনে নির্বাচন পরিচালনার ক্ষমতা মূলত নির্বাহী বিভাগের হাতে চলে গেছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে তাই নির্বাচন কমিশনের নিজস্ব কাঠামো থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।






আইন-আদালত এর আরও খবর

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু
রিজার্ভ চুরি: ৯২ বার পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ রিজার্ভ চুরি: ৯২ বার পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি
একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের একই দিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা হাইকোর্টের
স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ওবায়দুল কাদেরসহ ৭ জনকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ওবায়দুল কাদেরসহ ৭ জনকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ
আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

আর্কাইভ