বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
আদালত প্রতিবেদক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) রিটটি দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতাও এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটে দাবি করা হয়, নির্বাচন পরিচালনার জন্য স্বতন্ত্র ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জাতীয় নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা (আরও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হিসেবে নিয়োগ দিতে হবে। একইসঙ্গে এই বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।
পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা করা এবং নির্বাচনী দায়িত্ব দেওয়া সংবিধানবিরোধী। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসিরও নিজস্ব ক্যাডার বা লোকবল থাকা জরুরি।
তিনি দাবি করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু অতীতে প্রতিটি জাতীয় নির্বাচনে নির্বাচন পরিচালনার ক্ষমতা মূলত নির্বাহী বিভাগের হাতে চলে গেছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রিটে তাই নির্বাচন কমিশনের নিজস্ব কাঠামো থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।





কেন হাসিনার আইনজীবী হলেন জেড আই খান পান্না
হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
অবশেষে শুরু হলো আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
লতিফ সিদ্দিকীর জামিন বহাল
বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা
জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: আইনমন্ত্রনালয় 
