শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » অপরাধ » রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার
প্রচ্ছদ » অপরাধ » রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার
৫৩ বার পঠিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

জানা যায়, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের সবার গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

রাকিবুল হাসান বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর আসে ওই আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে চারজন নামার পর আর কেউ বের হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ট্যাঙ্কের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

তিনি বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন বলে জানা গেছে।



বিষয়: #



আর্কাইভ