শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
২১০ বার পঠিত
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

---

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনেরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে  মার্কিন প্রতিনিধিরা কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনআডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) -এই দুটি সংস্থা ইসির সঙ্গে বৈঠক করছে। সংস্থা দুটি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

কর্মকর্তারা জানান,  যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সাথে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্র থেকে আসা প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্যসহ মোট ৯ জনের একটি প্রতিনিধিদল আজ ইসির সাথে আজ  ইসির সাথে  আলোচনায় অংশ নিয়েছেন।

৭ অক্টোবর বাংলাদেশে আসা এই প্রতিনিধি দলটি ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে দেখা করবে।

এনডিআই এবং আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের তাদের কারও কারও জন্য প্রাক পর্যবেক্ষণ টিমও পাঠাচ্ছে।



বিষয়: #



আর্কাইভ