শুক্রবার ● ২৬ মে ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এই জয় নৌকার জয়, ব্যক্তির পরাজয়
এই জয় নৌকার জয়, ব্যক্তির পরাজয়
![]()
-জাহাঙ্গীর আলমের প্রতিক্রিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নতুন মেয়র ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদার ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ফল ঘোষণাকেন্দ্রের বাইরে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘মা বলেছে, সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। প্রধানমন্ত্রী আমাদের গার্ডিয়ান। দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই।’
তিনি বলেন, ‘এই জয়ের জন্য আল্লাহ্র পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মায়ের কর্মী হিসেবে তার কাজে সহযোগিতা করব, আমি আমার মেয়র থাকাকালীন অভিজ্ঞতা দিয়ে গাজীপুরের জন্য কাজ করব। মায়ের সঙ্গে থেকে গাজীপুরকে পরিকল্পিত নগরী করে দেব। কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করবো না। একই সাথে রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশে দেরি করেছেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।
সাংবাদিক ও গাজীপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ্র ওয়াস্তে আমাকে আর আমার পরিবারকে নিয়ে কেউ আর মিথ্যা কথা লিখবেন না, মিথ্যা ছড়াবেন না।’
এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০ কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
বিষয়: #এই জয় নৌকার জয় #ব্যক্তির পরাজয়





বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি
সংসদ নির্বাচনে ভোটের মাঠে কী দেখা যাবে জাতীয় পার্টিকে!
ভোটার এলাকা পরিবর্তনের সময় ১০ নভেম্বর পর্যন্ত
আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির
নিবন্ধন না পেয়ে আজও অনশনে আম জনতা
এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
জোট প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলকসহ একগুচ্ছ সংশোধনী
নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট
জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: আইনমন্ত্রনালয়
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা 