বুধবার ● ৩ মে ২০২৩
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০শে ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদে কাজ করেন। আগামীকাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিষয়: #সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আর নেই





রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
ডিআরইউ’র নেতৃত্বে আবারও আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ১৭ দিনে চার্জশিট
সহিংসতার সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনায় বিএফইউজের তদন্ত কমিটি
মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে
নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ প্রয়োজন: স্পিকার
টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
নারী উন্নয়ন খাতে বাজেটে বরাদ্দ আরো বাড়ানোর দাবি
সংসদ ভোটের জন্য ইসির তথ্যচিত্র প্রকাশ
নির্বাচনের পরিবেশ এখনো অনুকূলে নয়: ইসি 
