শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব: সিইসি
৩৯৫ বার পঠিত
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব: সিইসি

---

নিজস্ব প্রতিবেদক

নতুন করে ইভিএম মেশিন না কিনলে আগামী জাতীয় নির্বাচনে মাত্র ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে; যা যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।

এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। বিএনপিকেও একাধিকবার পত্র দিয়েছিলাম, কিন্তু তারা আসতে পারছে না। কারণ, তারা আগাম স্পষ্টভাবেই জাতীয় নির্বাচন কমিশন বর্জন করে এবং সরকারকে তারা বর্জন করেন। তারা চাচ্ছেন নির্বাচনের আগে একটি নির্বাচনকালীন সরকার ও বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্ব থেকে সরতে হবে। ---

তিনি বলেন, ইভিএম মেশিনগুলো অনেক দামি। তবে এগুলো রক্ষণাবেক্ষণে আমাদের আগেই যেরকম গুরুত্ব দেওয়া উচিত ছিল, তা সম্ভব হয়নি। তাই অনেক মেশিন অকেজো হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু সার্ভিসিং করা সম্ভব। তবে নতুন প্রকল্পে ইভিএম রক্ষণাবেক্ষণে অর্থ চাওয়া হয়েছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে বলেও মন্তব্য করেন সিইসি।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি ও প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে, যা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নেবে কমিশন।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। পরে শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম
পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ
আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল
দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নির্বাচন কমিশন: প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল নির্বাচন কমিশন: প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল
সীমানা পুনর্বিন্যাস: আদালত বনাম ইসি সীমানা পুনর্বিন্যাস: আদালত বনাম ইসি
ইসির শুনানি কার্যক্রম: দু’দিনে ১১০ জনের আপিল মঞ্জুর ইসির শুনানি কার্যক্রম: দু’দিনে ১১০ জনের আপিল মঞ্জুর
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসির অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসির
আগামীকাল সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠক আগামীকাল সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠক
সীমানা জটিলতায় স্থগিত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন সীমানা জটিলতায় স্থগিত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন

আর্কাইভ