শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ
২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালট, আচরণবিধি ও নির্বাচন পরিচালনার বিভিন্ন আইনি বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ ও সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কিছু আইনি বিষয় ও আচরণবিধি নিয়ে কথা বলতে এসেছিলাম। কিছু বিষয়ে কমিশনকে আইনি ব্যাখ্যা দিয়েছি, আবার কিছু বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।” তিনি জানান, পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির আগের মতোই গুরুতর উদ্বেগ রয়েছে। “কাজটা ঠিকমতো হয়নি। যে ভুলভ্রান্তি হচ্ছে, তাতে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে ইসির কাছে জবাবদিহি করতে হবে,” বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদের অভিযোগ, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতার ঘাটতির কারণে একটি পক্ষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, “ইসিকে বলেছি, এই বিষয়ে পরিষ্কার অবস্থান ও ব্যাখ্যা দিতে হবে।”

আচরণবিধি প্রসঙ্গে তিনি ভোটার স্লিপ বিতরণ নিয়ে কথা বলেন। সালাহউদ্দিন আহমদের মতে, ভোটার স্লিপে দলীয় নাম ও প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে ভোটারদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হবে। “আমরা কমিশনকে অনুরোধ করেছি, ভোটার স্লিপে পার্টির নাম ও প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনা করতে,” বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের সফর স্থগিত প্রসঙ্গেও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধেই চেয়ারপারসনের সফর স্থগিত করা হয়েছে। কিন্তু এ নিয়ে অন্য কিছু রাজনৈতিক দল কুৎসা রটাচ্ছে, যা নিজেরাই আচরণবিধি লঙ্ঘনের শামিল।” এ ধরনের অপপ্রচার বন্ধে নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

পোস্টাল ব্যালট ব্যবস্থার ভবিষ্যৎ ব্যবহার নিয়েও বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ব্যবহার বাড়বে—এমন বাস্তবতায় ব্যালট পেপারে সব দলের প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল হবে বলে বিএনপির ধারণা।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবনে শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরিচালনার কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একাধিক সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপকে নির্বাচন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন






আর্কাইভ