শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
৩১ বার পঠিত
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য ববি হাজ্জাজের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি।

এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করবেন। ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে উল্লেখ করে

এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।






আর্কাইভ