শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
![]()
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য ববি হাজ্জাজের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি।
এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করবেন। ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে উল্লেখ করে
এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।





৩শ’ আসনে বৈধ প্রার্থী ১৮৪২, বাদ পড়লেন ৭২৩ জন
হলফনামা: কোটিপতি প্রার্থী জামায়াতের আমির
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তারেক রহমানের রাজনৈতিক জীবনে ভিন্নচিত্র: হলফনামায় নেই কোনো বাড়ি-গাড়ির হদিস
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ৫১ নিবন্ধিত দল, স্বতন্ত্র ৪৭৮
এনসিপিতে গৃহদাহ: পদত্যাগের হিরিক
বর্তমান ও অতীত সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সমীকরণ
স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি 
