শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » তারেক রহমানের রাজনৈতিক জীবনে ভিন্নচিত্র: হলফনামায় নেই কোনো বাড়ি-গাড়ির হদিস
তারেক রহমানের রাজনৈতিক জীবনে ভিন্নচিত্র: হলফনামায় নেই কোনো বাড়ি-গাড়ির হদিস

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি থাকার খোঁজ পাওয়া যায়নি। নির্বাচনি হলফনামার তারেক রহমান নিজের আর্থিক অবস্থা, নাগরিকত্ব ও আইনি অবস্থান নিয়ে এ তথ্য জানা যায়।
এছাড়া, তিনি (দ্বৈত নাগরিক) ভিনদেশের নাগরিক নন বলেও হলফনামায় উঠে আসে।
জানা যায়, একমাত্র এছাড়া আয়কর নথিতে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ টাকা। বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই।
দীর্ঘ ১৭ বছরে প্রবাসে থাকা তারেক রহমান অংশ নিতে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ওই দুটি আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তারেক রহমান তার রাজনৈতিক জীবনের এমন ভিন্নচিত্র তুলে ধরেছেন।
হলফনামায় তারেক রহমান উল্লেখ করেছেন, তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের এন ই-ডি-৩/বি নম্বর বাসা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং বয়স ৫৭ বছরের বেশি। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও নাগরিকত্ব নিয়ে আলোচনার জবাবে তিনি স্পষ্ট করেছেন— তিনি বাংলাদেশের নাগরিক এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি।
হলফনামা অনুযায়ী, বিদেশে তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পদও নেই। সম্পদ বিবরণীতে আরও দেখা যায়, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা বাণিজ্যিক স্থাপনা নেই। নেই কোনো ব্যক্তিগত গাড়িও। কৃষিজমির মালিকানা নেই বললেও তার নামে রয়েছে ২ দশমিক ০১ একর জমি, ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি এবং ২ দশমিক ৯ শতাংশ আবাসিক জমি।
আর্থিক হিসাবে তারেক রহমানের ব্যাংকে ও নগদ অর্থ মিলিয়ে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। এর বাইরে নিজ নামে রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর এবং অন্যান্য আমানত। শেয়ার ও ব্যবসায়িক বিনিয়োগের অংশে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, কোম্পানিতে অংশীদারিত্বসহ কয়েকটি খাত দেখানো হয়েছে, যার মোট মূল্য কয়েক দশক লাখ টাকা। গহনা ও আসবাবপত্রের মূল্য তুলনামূলকভাবে কম।
হলফনামায় স্ত্রী জুবাইদা রহমানের সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বার্ষিক আয় ৩৫ লাখ টাকার বেশি এবং তার নামে রয়েছে এক কোটি টাকারও বেশি সম্পদ। যৌথ মালিকানায় তাদের রয়েছে জমি ও ৮০০ বর্গফুটের একটি দুইতলা ভবন।
তবে হলফনামার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে আলোচনায় এসেছে তারেক রহমানের মামলা সংক্রান্ত তথ্য। তার দাখিল করা নথি অনুযায়ী, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই। অথচ অতীতে তার বিরুদ্ধে দায়ের হয়েছিল ৮৪টি মামলা। ২০০৭ সালের পর বিভিন্ন সময়ে এসব মামলার কোনোটি থেকে তিনি খালাস পেয়েছেন, কোনোটি প্রত্যাহার হয়েছে, কোনোটি খারিজ হয়েছে কিংবা অব্যাহতি পেয়েছেন। রাজনৈতিক অস্থিরতা ও তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া মামলাগুলোর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বর্তমান অবস্থানকে তার রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
আয়কর রিটার্ন অনুযায়ী, তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। তার নিজের, স্ত্রীর বা নির্ভরশীল কোনো ব্যক্তির নামে কোনো ঋণ, সরকারি পাওনা বা দায় নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রচারণার নির্ধারিত সময়সূচি সামনে রেখে তারেক রহমানের এই হলফনামা এখন কেবল একটি নির্বাচনসংক্রান্ত দলিল নয়; বরং তার আর্থিক স্বচ্ছতা, আইনি অবস্থান এবং রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তনের বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।





ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ৫১ নিবন্ধিত দল, স্বতন্ত্র ৪৭৮
এনসিপিতে গৃহদাহ: পদত্যাগের হিরিক
বর্তমান ও অতীত সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সমীকরণ
স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি
আমিরের হয়ে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রতিনিধিদল
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ 
