বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » সাহিত্য-সংস্কৃতি » ‘শেকড়ে ফেরার টান’
‘শেকড়ে ফেরার টান’
নিজস্ব প্রতিবেদক
![]()
চলছে হিমের মাস পৌষ। যদিও শহরে এখনো শীত জমেনি। তবে দেশ গ্যালারিতে সম্প্রতি জমপেশ হয়ে গেলো “রিফ্লেকশন অফ রুটস” শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী।
এই যৌথ চিত্রকর্ম প্রদর্শনী উপলক্ষে গ্যালারির দেয়ালে স্থান পেয়েছে তরুণ শিল্পী আন্দালিব গহর, এলিজা রহমান, কেয়া ফারজানা হক, নাবিলা রহমান, সামিনা নাফিস, শামসুর রহমান খান ও শিল্পী আলীর নান্দনিক সব শিল্পকর্ম।
এখানে শিল্পীরা বিভিন্ন লোকজ মোটিফ নিয়ে কাজ করেছেন। বাদ পড়েনি বাঙালীর চিরন্তন হাতপাখাও। লোকসংস্কৃতির এই রূপ ছিলো মনমুগ্ধকর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী রণজিৎ দাস। তিনি বলেন, এই শিল্পীরা নবাগত হলেও কাজের দিক থেকে তারা বেশ অভিজ্ঞ। ক্যানভাসগুলো এ বক্তব্যই দিচ্ছে আমাকে। তরুণদের কাছ থেকে এমন বার্তা পেয়ে অভিভূত হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বক্তব্যে বলেন, শিল্পকলা মানুষকে মানবিক হতে শেখায়। এই মানবিকতার সন্ধান পেতে এজন্য শেকড়ে ফেরা জরুরি।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেন, শিল্পীদের দায়িত্ব নিয়ে প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে হবে। এই প্রদর্শনীর শিল্পীরা ঠিক এই কাজটি করেছেন। দর্শনের মত শিল্পেরও পরম্পরা আছে। এই পরম্পরায় ফেরত গেলে আমরা অতীত ও ভবিষ্যতের মধ্যে নতুনভাবে সম্পর্ক স্থাপন করতে পারব। এভাবেই তৈরি হয় গণমুখী শিল্প। মানুষ এর আকর্ষণে রূপান্তরকামী হয়ে ওঠেন। আগামীর সমাজ নির্মাণে এমন শিল্পকর্মের বিকল্প নেই কোনো।





বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন যারা
আবারও মঞ্চে ‘ইডিপাস’
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা কেন্দ্র ‘রক্তকরবী’র আত্মপ্রকাশ
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন
অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই
জাতীয় পর্যায়ে পালন হবে লালন সাঁইয়ের তিরোধান দিবস
ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু
তরুণ চিত্রকর সাদী’র একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ 
