সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও বাংলা ফন্ট ‘জুলাই’ এর উদ্বোধন
কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও বাংলা ফন্ট ‘জুলাই’ এর উদ্বোধন
![]()
বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করলো সরকার। বাংলা লেখালেখি, দাপ্তরিক কাজ ও কনটেন্ট তৈরির জন্য চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই ’। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে দাপ্তরিক ও প্রকাশনা ব্যবহারের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। পরে তিনি বলেন, ‘আমাদের লাইব্রেরিতে থাকা বিপুল জ্ঞান এখনো সার্চেবল নয়। হার্ডকপি থেকে ডিজিটাল টেক্সটে রূপান্তরে যে সময় ও শ্রম অপচয় হয়, কাগজ ডট এআই তার সমাধান নিয়ে এসেছে বাংলা ওসিআর, স্পিচ-টু-টেক্সট ও টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির মাধ্যমে।’
তিনি আরও জানান, বিজয় ফন্টকেন্দ্রিক নির্ভরশীলতা কাটিয়ে উঠে অভ্র যে পথ তৈরি করেছিল, ‘জুলাই’ ফন্ট সেই যাত্রাকে আরও গতিশীল করবে। নতুন এই ফন্ট বাংলা ও ইংরেজি হরফের উচ্চতা ও লাইন স্পেসিংয়ের সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রকল্পটির আওতায় বাংলাদেশের প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষার অন্তত ১০ হাজার মিনিট করে কথিত রূপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এসব ভাষাকে টেক্সট-টু-স্পিচ ও স্পিচ-টু-টেক্সটে রূপান্তর করা হবে, যা ভাষা সংরক্ষণের একটি বড় উদ্যোগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। তিনি বলেন, “কাগজ এআই ও জুলাই ফন্ট তথ্যপ্রযুক্তি খাতের সাফল্যের মুকুটে নতুন পালক। নিজস্ব ইকোসিস্টেম গড়ে বাংলা ভাষাকে আমরা আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহবুব করিম।
উল্লেখ্য, এই দুই সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





সিইসির বক্তব্যে রাজনৈতিক মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
হাদি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফয়সালের স্ত্রীসহ তিনজন রিমান্ডে
শহীদ মিনারে শুরু সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন
কাল চালু হচ্ছে না ‘এনইআইআর’
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল 
