শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রাজধানী » অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
প্রচ্ছদ » রাজধানী » অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
২০ বার পঠিত
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

---

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ‘ডয়েন্স অব পিস’ এর উদ্যোগে তরুণদের নিয়ে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী।

অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ‘বাংলাদেশে সাংগাত’, ‘নিজেরা করি’, ‘এ. এল. আর. ডি’ ও ‘বহ্নিশিখা’- এই চারটি সংস্থার সহযোগিতায় বিশ^সাহিত্য কেন্দ্রে সম্পন্ন হয়।

জানা যায়, প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দুজন প্রতিযোগীর ভিডিও পুরষ্কারের জন্য মনোনীত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট  সুলতানা কামাল প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেন। তিনি তরুণদের  সহনশীল, আত্মনির্ভর, ইতিহাস সচেতন হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রতিযোগিদের সৎ ও সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগাতের উপদেষ্টা ও নিজেরা করি সংস্থার প্রধান খুশী কবির, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং বহ্নিশিখা সংস্থার প্রধান তাসাফী হোসেন সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এর আগে, গত ১০ আগস্ট দক্ষিণ এশিয়ার আটটি দেশে ডয়েন্স অব পিস একযোগে “তোমার হাতেই ভবিষ্যৎ” শীর্ষক ভিডিও প্রতিযোগিতার আয়োজন করে।

উল্লেখ্য, ডয়েন্স অব পিস একটি দক্ষিণ এশীয় নেটওয়ার্ক, যা শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তরুণদের নিয়ে কাজ করছে।






আর্কাইভ