বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » একুশে বইমেলার আসন বসবে ২০ ফেব্রুয়ারি
একুশে বইমেলার আসন বসবে ২০ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতেই শুরু হওয়ার ঐতিহ্য থাকলেও জাতীয় রাজনৈতিক বাস্তবতায় এবার ব্যতিক্রম ঘটছে অমর একুশে বইমেলায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় মেলার উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
প্রেক্ষাপট ও বিশ্লেষণ
অমর একুশে বইমেলা কেবল একটি বইমেলা নয়—এটি ভাষা আন্দোলন, মুক্তচিন্তা ও বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে মাসজুড়ে চলা এই আয়োজন লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তাজনিত বাস্তবতায় এবছর মেলার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের ফলে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় স্বস্তি থাকলেও একুশের মূল আবহ কিছুটা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারির শেষ ভাগে মেলা শুরু হওয়ায় ভাষা শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আবেশের সময়কাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। তবে অন্যদিকে, মার্চের মাঝামাঝি পর্যন্ত মেলা চলায় পাঠকসমাগম ও বিকিকিনি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও দেখছেন প্রকাশকরা।
বাংলা একাডেমি সূত্র জানায়, সময় পরিবর্তন হলেও মেলার গুণগত মান, সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও লেখক-পাঠক সংযোগে কোনো ঘাটতি রাখা হবে না। যথারীতি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সমসাময়িক বাস্তবতাকে কেন্দ্র করে নানা আয়োজন থাকবে মেলায়।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৬ চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
বিষয়: #একুশে বইমেলার আসন বসবে ২০ ফেব্রুয়ারি






দাঁড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণার চর্চা হচ্ছে: হেফাজতে ইসলাম
‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার
বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিতর্কিত আলপনা 
