শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১ বার পঠিত
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী যেন অংশগ্রহণের সুযোগ না পান— এমন দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ দাবিতে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশও দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী এই সংগঠনটি তাদের দাবি তুলে ধরে।

সাক্ষাৎ শেষে সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, ‘২০২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন, তারা যেন আর কোনো নির্বাচনে অংশ নিতে না পারেন— এই দাবিতেই আমরা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। দেশে নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা জীবনঝুঁকির মধ্যে রয়েছেন। পলাতকরা বিদেশে বসে হত্যার নীলনকশা করছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে। হামলা ও রক্তের জবাব পাল্টা দেওয়া হবে। আওয়ামী লীগের জনসমর্থন না থাকায় তারা ভোট চুরি করেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তোষামোদে ব্যস্ত।’

সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বাইরেও অনেকে সংসদ সদস্য হয়েছেন। কিন্তু তারা জুলাই আন্দোলনের সময় গণহত্যাকে সমর্থন করেছেন। তাই ওই ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন— দল নির্বিশেষে— তাদের যেন ২০২৬ সালের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না দেওয়া হয়। এ লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছি।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

 



বিষয়: #



আর্কাইভ