শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের
৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের তাগিদ ইসি কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক 

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সকল পদ আপগ্রেডেশনসহ দ্রুত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে ২৫ নভেম্বর রাতে সভা অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে এবং সকল জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদ ৫ম গ্রেডে উন্নীত করতে হবে। পাশাপাশি নির্বাচনের পূর্বেই পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য ডাবল-কেবিন পিকআপ এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল সরবরাহ করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার পদে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ডাটা এন্ট্রি অপারেটরদের পদ রাজস্ব খাতে রূপান্তর এবং ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক এনআইডি আইন বাতিলের দাবি জানানো হয়েছে।






আর্কাইভ