শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৭ দেশে নিবন্ধন অ্যাপ সচল হবে কাল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৭ দেশে নিবন্ধন অ্যাপ সচল হবে কাল
৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ দেশে নিবন্ধন অ্যাপ সচল হবে কাল

নিজস্ব প্রতিবেদক 

---

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন সচলের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, “আমরা কাজ করছি কালকে (শুক্রবার) সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার। যাতে শুক্রবারে ছুটির দিন প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ । আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা। ”

বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসাথে উন্মুক্ত করা হয়।

পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না সতর্ক করে দেয় ইসি।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে নিবন্ধন সারা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ  নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তেষ প্রকাশ করেন।

তিনি জানান, প্রবাসী ভোটিং এর জন্য  প্রবাসী বাংলাদেশি ভোটারদের অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছ। একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে  ছোটোখাটো প্রবলেম হবে। এ নিয়ে প্রচার প্রচারণাও চলছে।

সচিব বলেন, “আমরা অগ্রসর হব প্রবলেম হবে; প্রবলেমটাকে সলভ করবো এইভাবে আমাদেরকে আগাতে হবে। ৃইতোমধ্যে অর্ধলক্ষাধিক নিবন্ধন করেছে। স্যাটিসফ্যাক্টরি তো বটেই।  সার্বিক বিষয় মনিটর করে আমরা সেটাকে এড্রেস করার চেষ্টা করছি। এইভাবে আমরা এগিয়ে যাব ইনশল্লাহআল্লাহ।”






আর্কাইভ