সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি সংশোধন ও মাইগ্রেশন সাময়িক বন্ধ থাকবে: ইসি
এনআইডি সংশোধন ও মাইগ্রেশন সাময়িক বন্ধ থাকবে: ইসি
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং ভোটার এলাকা স্থানান্তর (মাইগ্রেশন) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি বলেছেন, এ পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। এ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যেন দুই জায়গায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত না হয়, তা নিশ্চিত করতে মাইগ্রেশন বর্তমানে অনুমোদন দেওয়া হচ্ছে না। এই অবস্থায় কারো এনআইডি সংশোধন হয়ে গেল, ভোটার তালিকায় এবং হাতে থাকা এনআইডিতে দুই রকম তথ্য হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম, স্থানান্তর বন্ধ থাকবে। তবে জন্ম তারিখ, নতুন ভোটার নিবন্ধন, সংশোধনের আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই চলবে। শুধুমাত্র সংশোধনের চূড়ান্ত ফলাফল এখন প্রকাশ করা হবে না। আগের নির্ধারিত সময়সীমার বাইরে নতুন মাইগ্রেশন কার্যক্রম গ্রহণ করা হবে না; যাতে নির্বাচনকালীন বিভ্রান্তি ও তথ্য দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া যায়।
ইসি গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা ভোটাররা।





৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় ২১ হাজার প্রবাসী
একদিনে জাতীয় ও গণভোট, ইসির সামনে কঠিন চ্যালেঞ্জ
নির্বাচনে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ: ইসি সচিব
৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করবে ইসি
কেমন গেলো নাসির কমিশনের এক বছর?
ইসি সানাউল্লাহ: এবারের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণের সব রেকর্ড ছাড়াবে
সংলাপে ডাক পায়নি জাপা: প্রতিউত্তরে স্পষ্ট ব্যাখ্যা নেই ইসির
ইসির সংলাপেও মাঠপ্রশাসনের ওপর দলগুলোর আস্থাহীনতা 